Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত

 

গ্রাম আদালতঃ

ভুমিকা : পল্লী অঞ্চলের সাধারন মানুষের বিচার প্রাপ্তির কাথা বিবেচনায় নিয়ে ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। এই আইনের মূল কথাই হলো ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ স্থানীয়ভাবে স্বল্প সময়ে নিষ্পত্তি। নিজেদের মনোনীত প্রতিনিধিদের সহায়তায় বিরোধ শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগন উপকৃত হচ্ছেন।

গ্রাম আদালত বলতে কি বুঝায় ?

গ্রামাঞ্চলের কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় ভাবে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদের আওয়ায় যে আদালত গঠিত হয় সে আদালতকে গ্রাম আদালত বলে।

গ্রাম আদালতের উদ্দেশ্য কি ?

কম সময়ে, অল্প খরচে, ছোট ছোট বিরোধ দ্রুত ও স্থানীয়ভাবে নিষ্পত্তি করাই গ্রাম আদালতের উদ্দেশ্য। গ্রাম আদালত অধ্যাদেশটি কত তারিখে হতে কাযর্কর হয়েছে? ১ নভেম্বর ১৯৭৬ তারিখ হতে গ্রাম আদালত অধ্যাদেশটি কাযর্কর হয়েছে ।